রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
স্বাধীনতার ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দূরত্ব অনেক। আমাদের ভাষা, সংস্কৃতি ও পোষাক পরিচিতি সব কিছুই আলাদা। শুধু ধর্মের মিল রয়েছে। বঙ্গবন্ধু সারাবিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছেন কেন পাকিস্তানের সঙ্গে আমাদের যায় না। দেশের সব বাঙালিকে এক করে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন। স্বাধীনতা বিহীন জীবন লজ্জার। বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছেন লাল-সবুজের বাংলাদেশ।
পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) শাহিন আহমেদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকির হোসেন আকন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমআইএস/আরআইএস/