রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কোণাপাড়াস্থ মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিপরীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই খালে পড়ে যায়।
‘ধারণা করা হচ্ছে, বাসে হেল্পার ও ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না। দুর্ঘটনার সময় তারা দ্রুত বেরিয়ে যায়। তবুও আমাদের ডুবুরিরা কাজ করছে। বাস খালে পড়ে আছে। ’
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, গাড়িতে আসলে কতজন লোক ছিল তা জানা যায়নি। তবে আশপাশের লোকদের কাছে জানতে পেরেছি, ২-৩ জন লোক ছিল। গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে বেরিয়ে যায়। আমাদের ডুবুরিরাও পানিতে ও গাড়ির ভেতর তল্লাশি করেছে। কিন্তু কাউকে পায়নি।
তিনি বলেন, গাড়িটা অনেক বড় একটি বাস। এটি উত্তোলন করার জন্য ফায়ার সার্ভিসের এত বড় ক্রেন নেই। এখানে পুলিশ কর্মকর্তারাও আছেন। তারাও বলছে, এত বড় ক্রেন তাদেরও নেই। ক্রেন ভাড়া করে এনে বাসটি উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে।
‘স্থানীয়রা বলছেন বাসটি এই লাইনের না। বাসের নাম ও কোথা থেকে এসেছে, সেই ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে। ’, যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এজেডএস/এসএ