সরকারের এই অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১২ জানুয়ারি) গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেয়।
অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদিরকে গ্রেড-১ পদ দিয়ে গত ২৬ ডিসেম্বর অবসরগমনের সুবিধার্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
মো. ফসি উল্লাহ ২০১৪ সালের ১৯ নভেম্বর ব্যানবেইসের পরিচালক পদে যোগ দেন এবং ২০১৮ সালের ৪ জুন নতুন সৃজিত ব্যানবেইসের মহাপরিচালক পদে যোগদান করেন।
ব্যানবেইসে যোগ দেওয়ার আগে তিনি আইসিটি বিভাগের আওতায় ইনফো সরকার ফেস-২ এর উপ-প্রকল্প পরিচালক ২০০৭-২০১২ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইউনেস্কোর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ময়মনসিংহ জেলার সন্তান ফসি উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নবম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।
এরআগে তিনি তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ছাড়াও তিনি দাপ্তরিক কাজে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমআইএইচ/এএ