ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাষাগত সাদৃশ্যের কারণেই বাংলাদেশ-ভারতের সম্পর্ক গাঢ়

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ভাষাগত সাদৃশ্যের কারণেই বাংলাদেশ-ভারতের সম্পর্ক গাঢ়

ঢাকা: বাংলাদেশ ও ভারতের ভাষাগত সাদৃশ্যের কারণেই দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গাঢ় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের ইএনকে-১৪ তে অনুষ্ঠিত ‘বিশ্ব হিন্দি ভাষা দিবস’ উপলক্ষে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রীভা গাঙ্গুলি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হিন্দি ভাষা ছড়িয়ে যাচ্ছে।

টেলিভিশন, পত্রিকা, চলচ্চিত্র ও গানের মধ্য দিয়ে হিন্দির প্রসার বাড়ছে। বাংলাদেশেও অনেকে হিন্দি ভালোবাসেন। বর্তমানে এ ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সার্চ ইঞ্জিন গুগলেও হিন্দি ভাষা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় ৩৫টি পত্র-পত্রিকা হিন্দিতে প্রকাশিত হয়। হিন্দি সাহিত্যও এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। আর হিন্দি ও বাংলা ভাষা অনেক নিকটবর্তী। সেদিক থেকে এই দুই ভাষার মাধ্যমে আমরা দু’দেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।  

আয়োজনের শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রীভা গাঙ্গুলী।  হিন্দি দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য পাঠ করেন ডেপুটি হাই-কমিশনার বিশ্বদ্বীপ দে। ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।

আয়োজনের সাংস্কৃতিক পর্বে লোকনৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। রামধারী সিং দিনকারের ‘হিমালয়’ কবিতাটি হিন্দিতে পাঠ করেন খালেদ হাসান মুন। সঙ্গীত পরিবেশন করেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের শিক্ষার্থীরা।

আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন শেষে অনুষ্ঠানে হিন্দি ভাষা দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।