রোববার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকার বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে সব সময় অত্যন্ত যত্নবান।
‘২০১৯-২০ সালের ভর্তিপ্রক্রিয়া বর্তমানে চলমান। সব দেশ থেকে প্রাপ্ত আবেদনপত্র বর্তমানে যাচাই-বাছাই ও মার্কস সমতাকরণসহ অন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তি বিষয়ে সম্পূর্ণ বানোয়াট, অবিবেচনাপ্রসূত ও দূরভিসন্ধিমূলক প্রচারণা বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে |
যাচাই-বাছাইসাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি, ২০২০ নাগাদ বিদেশি শিক্ষার্থীদের মেডিক্যাল ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
টিআর/এএ