ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমান বন্দরে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
বিমান বন্দরে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১ বিমান বন্দরে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর বিমান বন্দর গোলচত্ত্বর এলাকা থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার (১২ জানুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দফতরের সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১- এর একটি টিম বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থান করে।

হেলাল উদ্দিন (৩২) নামের এক প্রাইভেটকার চালককে তল্লাশি করে তার গাড়ির থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও দুইটি মোবাইল ফোন, দুই হাজার ৯০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

হেলাল উদ্দিন র‌্যাবকে জানায়, ৬ বছর ধরে সে প্রাইভেট কার চালায়। তখন থেকেই সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কক্সবাজার থেকে মাদকের চালান আসে। সে তার গাড়িতে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেয়। এই কাজের জন্য প্রতি চালানে সে ৩০ থেকে ৪০ হাজার টাকা পায়।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমএমআই/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।