রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১- এর একটি টিম বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থান করে।
হেলাল উদ্দিন র্যাবকে জানায়, ৬ বছর ধরে সে প্রাইভেট কার চালায়। তখন থেকেই সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কক্সবাজার থেকে মাদকের চালান আসে। সে তার গাড়িতে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেয়। এই কাজের জন্য প্রতি চালানে সে ৩০ থেকে ৪০ হাজার টাকা পায়।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমএমআই/ওএফবি