ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। 

এদিকে কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকা পরেছে সাতটি ফেরি। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা থেকেই কুয়াশার প্রকোপ দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশাও। রাত সাড়ে ১০টার দিকে নৌরুটে কুয়াশা বেড়ে যাওয়ায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে। উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া সাতটি ফেরি পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় নৌপথের বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলেও জানা গেছে।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুটের দিক নির্ণয় বাতি কুয়াশায় ঢাকা পরেছে। তাছাড়া সরু চ্যানেল কুয়াশার মধ্যে অতিক্রম করা ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।