ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলো ঝলমলে হলো রাজশাহীর আরও ৭ চত্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আলো ঝলমলে হলো রাজশাহীর আরও ৭ চত্বর বিদ্যুৎ লাইটের পোল উদ্বোধন করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: উচ্চমাত্রার আলোয় উদ্ভাসিত হলো রাজশাহী মহানগর। মহানগরের আরও সাতটি চত্বর বিস্তৃত এলাকাজুড়ে হলো আলো ঝলমলে।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহানগরের সাতটি চত্বরে সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল সুইচ টিপে উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এরই মাধ্যমে নগরের ১৬টি স্থানে এ সুউচ্চ পোলে বিদ্যুৎ লাইট বসানো কাজ শেষ হলো।

সন্ধ্যায় রাজশাহী রেলস্টেশন এলাকায় একটি সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।

সুইচ টেপার তিন সেকেন্ডের মধ্যেই আলো ঝলমলে হয়ে ওঠে রেলস্টেশন এলাকায় চারপাশ। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ।

এরপর মেয়র একইভাবে মনিচত্বর, বড়কুঠি, লালনশাহ পার্ক, কোর্ট স্টেশন, আম চত্বর, আলিফ লাম মিম ভাটার মোড়ের সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল এর উদ্বোধন করেন মেয়র।

লাইট উদ্বোধনকালে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। বড়কুটি এলাকায় লাইট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত জোন-৪ কাউন্সিলর শিরিন আরা খাতুন, আমচত্বর এলাকায় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রেয়াজাত হোসেন রিটু, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, তানভীর হাসান সজিব প্রমুখ।

রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের উদ্যোগে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে মহানগরের ১৬টি স্থানে এ সুউচ্চ বিদ্যুৎ লাইট বসানো হলো। গত ১৫ ডিসেম্বর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে প্রথম দু’টি সুউচ্চ লাইট উদ্বোধন করেন মেয়র।  

এরপর গত ৩১ ডিসেম্বর মহানগরের ভদ্রা স্মৃতি অম্লান মোড়, তালাইমারি, আলুপট্টি, সাহেববাজার জিরোপয়েন্ট, সিঅ্যান্ডবি মোড়, ঐতিহ্য চত্বর, শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনের মোড়ে সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল উদ্বোধন করেছিলেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান।  

মাস্তুল আকৃতির মজবুত পোলের ওপর রিং বসিয়ে তার চতুরদিকে উচ্চমানের এলইডি লাইট বসানো হয়েছে। প্রতিটি পোলের উচ্চতা ৫৬ ফুট। একেকটি পোলে বিদ্যুৎ সাশ্রয়ী ২০টি করে এলইডি লাইট লাগানো হয়েছে। প্রতিটি পোলের চারপাশে নূন্যতম আধা কিলোমিটার এলাকাজুড়ে আলোকিত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।