রোববার (১৩ জানুয়ারি) রাতে রাবনাবাদ নদের তীরে জেটি নির্মাণ কাজে ব্যস্ত থাকা অবস্থায় ওই চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকরা দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অন্য চাইনিজ শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত রুইয়ানের বাড়ি চায়নার বেইজিংএর গুয়াংডং এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মরদেহ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনো হারবার কর্তৃপক্ষ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক অনুপ সরকার বাংলানিউজকে বলেন, মৃত অবস্থায় ওই চাইনিজ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ায় ওই চায়না শ্রমিকের মরদেহ কর্তৃপক্ষ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এনটি