আহতরা হলেন- নয়ন (৩৫), আবু বক্কর (২৮), মানিকুল ইসলাম (২২), সম্রাট, সৈকত, মোবারকসহ ১৪ জন। গুরুতর আহত অবস্থায় নয়জনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ, হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানায়, সকালে নোয়াখালীগামী সুগন্ধা দ্রুতযান সার্ভিসের বাসটি দাগনভূঞা থানার সামনে এলে বিপরীত দিক থেকে আসা ফেনীগামী গাছ বহনকারী ট্রলি পার হতে গিয়ে সংঘর্ষ হয়। এসময় ট্রলির চালক, হেলপার ও বাসের যাত্রীসহ অন্তত ১৪ জন আহত হয়।
ফেনী সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহমান জানান, গুরুতর আহত পাঁচজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রলি জব্দ করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসএইচডি/আরবি/