ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবালয়ের মেগা ফিড কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
শিবালয়ের মেগা ফিড কারখানার আগুন নিয়ন্ত্রণে

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মেগা ফিড (মাছ ও মুরগির খাবার) কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৩ জারনুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর পৌনে ১টার দিকে মেগা ফিড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেগা ফিডের পরিচালক অপারেশন আহসান-উজ্জামান বাংলানিউজকে বলেন, এ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর সহকারী পরিচালক আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।