সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মগবাজার ক্যাফে ডি- তাজের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বাংলানিউজকে বলেন, বেশ কিছুদিন ধরে কে বা কারা এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে রাজনৈতিক এবং এসিআই মটরসের বিপক্ষে অপপ্রচার চালিয়ে আসছিল।
এ পরিপ্রেক্ষিতে তদন্তের সূত্র ধরে মগবাজারে অভিযান চালিয়ে ইমতেয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ওই ভুয়া ফেসবুক আইডিটি লগড ইন অবস্থায় পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পিএম/টিএ