ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ভাই হত্যার দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ভাই হত্যার দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সৎ ভাইকে হত্যার দায়ে কেতাব আলী নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী মামলার একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কেতাব আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-হাউস নগরের বিশারত আলীর ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, দণ্ডপ্রাপ্ত কেতাবুল আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার সৎভাই জাহাঙ্গীর আলমের। ২০১৮ সালের ৩ মে রাতে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মনাকষা চৌধুরীপাড়া মোড় এলাকায় জাহাঙ্গীর আলমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে কেতাবুল আলী। ওই ঘটনায় ৪ মে নিহত জাহাঙ্গীরের ছেলে অসীম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি এবং ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত কেতাব আলীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।