ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বালুর মাঠ থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় বালুর মাঠ থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট আনসার ক্যাম্পের পাশে একটি বালুর মাঠ থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, স্থানীয় লোকজন বালুর মাঠে এক নবজাতককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে গত সোমবার জন্ম হওয়ার পর রাতে তাকে কেউ ফেলে দিয়ে গেছে। কনকনে শীতের সকালে নবজাতকটির শরীর কুয়াশায় ভেজা ছিল।  

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, নবজাতকটি হাসপাতালের শিশু বিভাগে রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।