মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে তার স্বজনরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খিলগাঁও থানা পুলিশ ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
মৃত ব্যক্তির স্ত্রী হাসিনা বেগম জানান, তাদের বাসা খিলগাঁও সিপাহীবাগের আদর্শবাগ এলাকায়। তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কোনো কাজ করতে পারতেন না। তিনি নিজে বাসার একটি ছোট চায়ের দোকান করেন। সকাল ১১টার দিকে ঘরে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতেছে। পরে পুলিশে খবর দেন। নিহত দু’সন্তানের জনক।
এদিকে নিহতের পরিবারের ধারণা, রোগের যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন আবুল কালাম।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করেছি। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিবারের কাছে জানতে পারি আবুল কালাম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সংসারে অভাব-অনটনও ছিলো।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এজেডএস/এএটি