ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

ফেনী: দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুল করিম হারুন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। 

হারুন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ডেউলিয়া গ্রামের ছানা উল্যাহ ভূঞা বাড়ির আবদুর গফুর মিয়ার ছেলে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

 

নিহত হারুনের বড় ভাই মো. হায়দার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হারুন পাঁচ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। বিকেলে পোর্ট এলিজাবেথ এলাকায় দোকানের জন্য মালামাল নিয়ে ফেরার সময় সন্ত্রাসীরা তাকে আটক করে ও মালামাল লুটে নেয়। এসময় বাধা দিলে তারা তাকে উপর্যপুরি গুলি করে। গুলিতে হারুনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet