২০১৮ সালে সংঘটিত হত্যাকাণ্ডের তুলনায় ২০১৯ সালে পাঁচটি হত্যাকাণ্ড বেশি হয়েছে। ২০১৮ সালে খুনের সংখ্যা ছিল ৫০।
পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ১৪টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ২২টি মামলা ও আট শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫০টি মাদক মামলাসহ ৩১৯টি অপরাধ সংঘটিত হয়েছে।
ফেব্রুয়ারিতে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় আটটি খুন, ১৩টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৩৬টি মাদক মামলাসহ ২৮৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
মার্চে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় তিনটি খুন, ১২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৬টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫২টি মাদক মামলাসহ ৩২১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
এপ্রিলে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ১৫টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া ১৬২টি মাদক মামলাসহ ২৪৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।
মেতে একটি খুন, ১৬টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৫২টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৭৩টি মাদক মামলাসহ ৩৭১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
জুনে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় সাতটি খুন, ১৩টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৫৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫৭টি মাদক মামলাসহ ৩৮১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
জুলাইয়ে পাঁচটি খুন, ১৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৯১টি মাদক মামলাসহ ৩৪৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
আগস্টে পাঁচটি খুন, ২২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৭টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ২০১টি মাদক মামলাসহ ৪০৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
সেপ্টেম্বরে পাঁচটি খুন, ২৭টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৩টি মামলা ও দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৯৩টি মাদক মামলাসহ ৩৯৫টি অপরাধ সংঘঠিত হয়েছে।
অক্টোবরে চারটি খুন, ২৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩২টি মামলা ও দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৬৮টি মাদক মামলাসহ ৩৫৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।
নভেম্বরে চারটি খুন, ১৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪১টি মাদক মামলাসহ ৩২৭টি অপরাধ সংঘঠিত হয়েছে।
ডিসেম্বরে পাঁচটি খুন, ১২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ২৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪৪টি মাদক মামলাসহ ৩০৬টি অপরাধ সংঘঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এমএস/আরবি/