ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
নলছিটিতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে ‘ফারজানা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে পেয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।