মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেনেভার জাতিসংঘ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
১৫ থেকে ২৩ জানুয়ারি থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করবেন ইয়াং হি লি।
বাংলাদেশ সফরের শেষদিন ২৩ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন ইয়াং হি লি।
জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার কোনো সময়েই তাকে সেদেশে প্রবেশে অনুমতি দেয়নি।
আগামী মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন ইয়াং হি লি। প্রতিবেদন জমা দেওয়ার আগে এটাই হবে তার বাংলাদেশ ও থাইল্যান্ডে শেষ সফর।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
টিআর/এসআরএস