ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঋণ খেলাপি মামলার হাজিরার দিন ব্যবসায়ীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ঋণ খেলাপি মামলার হাজিরার দিন ব্যবসায়ীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে এনামুল হক (৫০) নামে এক রড- সিমেন্ট ব্যবসায়ী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। পুলিশ ধারণা করছে, ব্যাংক ঋণের ভারে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার জনতা ব্যাংকের সামনে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায় এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক শহরের পুরাতন বাজারের সাজ্জাদ অ্যান্ড সন্সের মালিক।



এদিকে ঘটনার পর পরই ভবনটি ঘিরে রাখে পুলিশ। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (সিআইডি) ক্রাইম সিনের ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শেষে মরদেহ উদ্ধার করা হয়।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ব্যাংকে তার প্রায় কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে করা মামলায় বুধবার তার হাজিরার দিন ধার্য ছিল।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।