ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরস্ক থেকে ৪ বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
তুরস্ক থেকে ৪ বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার

ঢাকা: তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে নৌকাডুবে নিহত চার বাংলাদেশির মরদেহ দেশে আসছে শুক্রবার (১৭ জানুয়ারি)।

বুধবার (১৫ জানুয়ারি) তুরস্কের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য  জানা যায়।

তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানায়, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনা ঘটে।

এতে সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হলে স্থানীয় প্রশাসন গত ২৭ ডিসেম্বর দূতাবাসকে অবহিত করে। এর পরদিনই দূতাবাস দ্রুততার সঙ্গে দুর্ঘটনাস্থল টাতভান জেলায় একটি দল পাঠায়।

দুর্ঘটনাস্থল জেলা তুরস্কের রাজধানী আঙ্করা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত। খুবই দুর্গম ও তূষারময় স্থান।

নৌকাডুবির ঘটনার পর ১১ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। যারা বর্তমানে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন।

টাতভান জেলার সরকারি হাসপাতালের হিমঘরে রক্ষিত মরদেহগুলো থেকে চার বাংলাদেশি চিহ্নিত করে দূতাবাসের দল। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি এবং মরদেহের ওপর তৈরি সিডি সংগ্রহ করে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রওনা হবে চার বাংলাদেশির মরদেহ। যা শুক্রবার বাংলাদেশ পৌঁছানোর কথা।

যে চার বাংলাদেশি মারা গেছেন, যাদের মরদেহ দেশে আসছে, তারা হলেন, সুনামগঞ্জের জামজেদ মিয়া ও মিজানুর রহমান, সিলেটের সৈয়দ ফয়সাল আহমেদ এবং নেত্রকোনার চৌধুরী ইউএ ইউশা ওসমানী।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।