বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার কুলগঙ্গা ও মাতাবপুর এলাকায় দূষণবিরোধী অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুনসহ গাজীপুর র্যাব-১ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরে গত ২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৬৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের সদরদপ্তর ও জেলা প্রশাসনের সহযোগিতায় পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
আরএস/এবি