ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন শফিকুল ইসলাম শাহিন নামের এক ব্যক্তি।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর খাগডহর ফকির বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

তিনি জানান, শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) ও ছোট মেয়ে নাফিয়া আক্তারকে (১২) নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করেন।

আর তার বড় মেয়ে লাবণ্য হত্যাকাণ্ড দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে লাবণ্যর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক শাহিন পালিয়ে যায়।

মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত লাবণ্য ওই হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি মাহমুদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।