ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ২৪ কেজি স্বর্ণ জব্দ, মূল্য ১৭ কোটি টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
শাহজালালে ২৪ কেজি স্বর্ণ জব্দ, মূল্য ১৭ কোটি টাকা

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২৪ কেজি ওজনের স্বর্ণবার জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেন বিজি-০৮৫ ফ্লাইট তল্লাশির সময় বিজনেস ক্লাসের ৪টি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পান কাস্টমস সদস্যরা।

পরে সেগুলো বিমান বন্দরের ভেতরে ব্যাগেজ কাউন্টারে এনে খুলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়।

যার প্রতিটির ওজন এক কেজি করে। জব্দ স্বর্ণের মূল্য প্রায় সতেরো কোটি টাকা।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।