ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ঢাকা: বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ডায়নামিক ফ্যাশনের শ্রমিকেরা।

এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন।  

এদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় শ্যামলীর ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। আন্দোলনের কারণে সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।  

তবে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।