বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামত করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে।
এদিকে দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ময়মনসিংহ রেলওয়ে নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, নয় ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় লাইনচ্যুত হওয়া তিনটি বগি রিলিফ ট্রেন ও উদ্ধারকর্মীদের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ার পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএকে/আরবি/