বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে গুরুদাসপুর উপজেলার পার-গুরুদাসপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম আলীর স্ত্রী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনারুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এসময় তার স্ত্রী মনোয়ারা বেগম বাড়িতে একাই ছিলেন।
এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মনোয়ারা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । তখন তার গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমআরএ/