মন্ত্রী বলেন, যে লক্ষে ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছিলেন সেটি বাস্তবায়নেও আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। উন্নয়ন কাজে বরাদ্দের সদ্ব্যবহার ও কাজের গুণগতমান বজায় রাখতে প্রকৌশলীদের পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন বৈষম্য দূর করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সব উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেজন্য সবার সজাগ থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে। দেশের নিজস্ব টাকায় পদ্মাসেতুর ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ সেতু চালু হলে গোটা দক্ষিণাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
তিনি বলেন, আসুন আমরা সবাই স্বরূপকাঠিসহ গোটা পিরোজপুরকে একটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত নিরাপদ উন্নত এলাকায় পরিণত করি।
নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, পৌরসভার মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার রায়, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রমুখ। এর আগে মন্ত্রী ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য বরাদ্দকরা টাকা বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসএইচ