বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শহরের প্রধান সড়ক সংলগ্ন পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক নোয়াখালী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহ্ববায়ক মো. আবুল কাশেম, যুগ্ম আহ্ববায়ক এ বি এম আবদুল আলিম, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম হারুন, আবুল হাসেম, মুহাম্মাদ আলমগীর, সাংবাদিক নাসির উদ্দীন বাদল, পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দীন, ব্র্যাকের মো. সাইফুল ইসলাম ও মেহেদী হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিভাবকদের সচেতন হতে বলেন। কোনো পরিবারে যাতে অপরাধী বেড়ে উঠতে না পারে সে ব্যাপারে অভিভাবকদের খোঁজ-খবর রাখতে বলেন। তারা আইনের যথাযথ প্রয়োগ ও অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দাবী করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমএমএস