শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মহানগরীর মতিহার থানায় দেবাশীষ প্রামাণিক দেবু বাদী মামলাটি দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে বাকি চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলা দায়েরের আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতেই একজনকে আটক করা হয়। পরে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। এবার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
গ্রেফতার রায়হান মহানগরীর ধরমপুর এলাকার লাল চাঁদের ছেলে। এছাড়া মামলার প্রধান আসামির নাম সজিবুল হক সজিব (২৫)। তিনি মহানগরীর ধরমপুর এলাকার মৃত আমিনের ছেলে।
সজীব অলিম্পিক কোম্পানির পরিবেশকের সেলসম্যান। আর নিহত কৌশিক এই কোম্পানির রাজশাহীর ব্যবস্থাপক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সজিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যা করে।
আরও পড়ুন>> ওয়ার্কার্স পার্টির নেতার ভাই নিহত
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এসএস/টিএ