ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় কিশোরের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ধামরাইয়ে বাসচাপায় কিশোরের মৃত্যু

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাসচাপায় ইমরান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরান উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ পার হচ্ছিলো ইমরান। এসময় নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কিশোরর ইমরানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।