রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
এর আগে ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার সেলিনা খানম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
নিহতের ভাতিজা খায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের ছাদ ঘেঁষে বিদ্যুৎ বিভাগের প্রধান লাইন রয়েছে। এই লাইন না সরিয়ে ভবন মালিক রেজাউল করিম বাবলু ভবন নির্মাণ কাজ চালাচ্ছেন। আর এতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকারিয়া।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস