ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনদিন মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
দিনদিন মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: আজকের পৃথিবীতে ক্রমাগত যন্ত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষগুলোও যন্ত্র হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, মানুষ যাতে ক্রমাগত যন্ত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে যন্ত্র না হয়, মানুষ যেন মানুষ থাকে, মানুষের মানবিকতা যেন লোপ না পায়, মানুষের মধ্য থেকে যেন মনুষত্ব হারিয়ে না যায়, সেক্ষেত্রে চলচ্চিত্র বিরাট ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই। শুধুমাত্র উন্নত রাষ্ট্র গঠন করে উন্নতি করা সম্ভব নয়, এজন্য মানুষের মানবিকতারও উন্নতি প্রয়োজন। এক্ষেত্রে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এর আগে গত ১১ জানুয়ারি মননশীল দর্শকদের জন্য নান্দনিক চলচ্চিত্র নিয়ে আলোকিত সমাজ গড়ার প্রত্যয় শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রেইনবো চলচ্চিত্র সংসদের অষ্টাদশ এ আসরের উৎসব চলে নয় দিন। এতে প্রদর্শিত হয় ৭৪টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।