রোববার (১৯ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সাফদারপুর রেলস্টেশন এলাকায় গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী ট্রেন নকশিকাঁথা লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায় ওই র্যুটের রেল যোগাযোগ। সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্রেনটিকে ঠিক করলে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।
রাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর পাকশি পশ্চিম জোন রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে রাজশাহী ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআরএম/এইচজে