সোমবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীত ও ঠাণ্ডা বাতাসের কারণে সকাল থেকেই জনশূন্য জেলার ব্যস্ততম সড়কগুলো। শীতের তীব্রতায় উষ্ণতা পেতে আগুন পোহাতে দেখা গেছে গ্রাম-গঞ্জের মানুষদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা। এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যা থেকে হঠাৎ দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওইদিন রাত ৯টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১ দশমিক ৯ মিলিমিটার।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআরএস