সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত অফিসের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচ উপজেলার জেলা প্রশাসনের অধীন সব অফিসে একসঙ্গে এ কর্মবিরতি পালন করা হয়।
মঙ্গলবারও (২১ জানুয়ারি) একই কর্মসূচি পালন করবেন বলে কর্মচারীরা জানিয়েছেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তারা এ শান্তিপূর্ণ আন্দোলন করছেন।
কর্মসূচীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে গোপালগঞ্জ কালেক্টরেট সহকারী নুর ইসলাম খান, কামরুজ্জামান, নাহিদা বেগম, জেসমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআরএ/