সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অপ্রাতিষ্ঠানিক ও গৃহস্থালি বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষক এক ক্যাম্পেইনে এ দাবি তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি রিনা বেগম বলেন, আমরা সিটি করপোরেশন এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও সড়ক থেকে বর্জ্য সংগ্রহ করি।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের। অপ্রাতিষ্ঠানের পরিচ্ছন্নকর্মী ও গৃহস্থালি বর্জ্য সংগ্রহকারীরা তাদের পক্ষেই কাজ করছে। কিন্তু সিটি করপোরেশন আমাদের কোনো পরিচয়পত্রও দেয় না। আমরা অনেক ক্ষতিকর এবং বিপদজনক পরিবেশে পেশাগত সুরক্ষা ও দক্ষতা ছাড়াই কাজ করি। তাই আমাদের নিরাপত্তা সরঞ্জামসহ সুরক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।
রিনা বেগম বলেন, আমাদের শিশু পরিচ্ছন্নকর্মীরা শিক্ষা কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের উন্নয়নে সরকার যেন শিক্ষা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য বিশেষ বরাদ্দ দেয়।
সংবাদ সম্মেলনে পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, জীবিকা নিরাপত্তাসহ মানব উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে একটি যুগোপযোগী আইন তৈরির দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- যাত্রাবাড়ী গৃহস্থালি বর্জ্য সংগ্রহ সংগ্রহ শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলী, গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএএম/আরবি/