ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৫ দফা দাবিতে বস্তিবাসী ইউনিয়নের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
বরিশালে ১৫ দফা দাবিতে বস্তিবাসী ইউনিয়নের বিক্ষোভ বরিশালে ১৫ দফা দাবিতে বস্তিবাসী ইউনিয়নের বিক্ষোভ।

বরিশাল: বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে তাদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বস্তিবাসী ইউনিয়ন বরিশাল জেলা কমিটির ব্যানারে সোমবার (২০ জানুয়ারি) সকালে নগরের পলাশপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বস্তিবাসী ইউনিয়নের নেতা অ্যাডভোকেট একে আজাদসহ অন্যরা। এসময় বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন তারা।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।