ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ আসাদ স্মরণে ন্যাপের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
শহীদ আসাদ স্মরণে ন্যাপের মানববন্ধন

ঢাকা: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ স্মরণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাপ ভাসানী ও ভাসানী ঐক্যজোট। 

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘আমাদের চেতনা সমাজ পরিবর্তনের ঘোষণা’ শীর্ষক মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী।

তিনি বলেন, ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে বঙ্গবন্ধুকে জেল থেকে বের করতে এবং আইয়ুব খানের সামরিক শাসন থেকে দেশকে মুক্ত করতে যুব সমাজকে সংগঠিত করেন আসাদ। ঊনসত্তরের সেই উত্তাল দিনে রাজপথে মিছিল বের করেন তিনি। সেদিন পুলিশের গুলিতে আসাদ শহীদ হন। এর পরিপ্রেক্ষিতে আইয়ুব খান পদত্যাগের ঘোষণা দেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় জেল থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসাদের আত্মত্যাগে মাত্র ৯ মাসের যুদ্ধে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ’

এম এ ভাসানী বলেন, ‘এসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলে যে কেউ ষড়যন্ত্র ও চক্রান্ত করে দেশকে বিপথগামী করতে পারবে না। ’ এসময় সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।