ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সাভার (ঢাকা): কেরানীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলীর চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬), আশুলিয়ার শিমুলিয়ার গণেশ সরকারের ছেলে সিএনজির যাত্রী স্বপন (৩৫) ও মোটরসাইকেল আরোহী কলাতিয়া ইউনিয়নের বেল্লা গ্রামের রুস্তম খানের ছেলে আসলাম খান (৫০)।

বাকি নিহত একজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- মনির হোসেন (৪০) ও কবির হোসেনসহ (২৮) তিন জন।

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা এমদাদুল হক মনি বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দুর্ঘটনাজনিত সাতজন আহত ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।  এদের মধ্যে হাসপাতালে আনার সময় তিনজনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা নিহত চারজনের মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। এনাম মেডিক্যাল হাসপাতালে বর্তমানে সব মরদেহ রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।