বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সূর্যের মুখ দেখা যায়। এরআগে, সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে আব্দুল হাই নামে একজন রিকশা চালক বাংলানিউজকে বলেন, গত কয়েক দিনের শীতে প্রায় কাজ করতে পারছি না। আজ সূর্যের দেখা দেওয়ায় আবহাওয়াটা কিছুটা ভালো লাগছে।
শরিফুল নামে আরেকজন জানান, এতোটাই ঠাণ্ডা বাতাস বইছে যে চলাচল করা যায় না। গরম কাপড় পরেও ঠাণ্ডা কমছে না। রোদের তাপে একটু গরম হওয়ার চেষ্টা করছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সামনে আরও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এনটি