ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজার জেলা থেকে মন্ত্রী করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কক্সবাজার জেলা থেকে মন্ত্রী করার দাবি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলন।

ঢাকা: কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপার সিটি, মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করাসহ এ জেলা থেকে সাইমুম সরওয়ার কমলকে মন্ত্রীসভায় স্থান দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ।

বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে এ হস্তক্ষেপ কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার ক্লাব লিমিটেডের উপদেষ্টা এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, গেজেটের মাধ্যমে কক্সবাজারকে ডিজিটাল সুপার পর্যটন সিটি ঘোষণা করতে হবে।

কক্সবাজারে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এছাড়া, অবকাঠামোগত উন্নয়নসহ পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে কক্সবাজারের বড় বড় মেগা প্রকল্পের কাঠামো ও সৌন্দর্যবর্ধন কাজের তদারকির জন্য সাইমুম সরওয়ার কমলকে মন্ত্রী করার জোর দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু ছৈয়দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাজহারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।