বুধবার (২২ জানুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির জ্ঞান প্রয়োগের বিষয়ে চারদিনের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, জনদুর্ভোগ ও হয়রানি বন্ধে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন এর কোনো বিকল্প নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামীল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি প্রশিক্ষণার্থীদের নিয়ে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন পাঠানো, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, উত্তরাধিকার সংশ্লিষ্ট বিধি-বিধানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।
বরিশাল জেলার মোট ৩০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারি সহকারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমএস/এবি