ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীর টাকা আত্মসাত করায় এসআই বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ব্যবসায়ীর টাকা আত্মসাত করায় এসআই বরখাস্ত

সিরাজগঞ্জ: থানায় আটকে রেখে এক গরু ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলীকে (শাহজাদপুর সার্কেল) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার (২১ জানুয়ারি) রাতে এসআই সামিউলকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ১৭ জানুয়ারি প্রায় লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে এসআই সামিউল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপারের (শাহজাদপুর সার্কেল) কাছে লিখিত অভিযোগ করেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের মৃত দরদ আলী শেখের ছেলে গরু ব্যবসায়ী আজাদ সেখ।

অভিযোগে আজাদ শেখ উল্লেখ করেন, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলার চতুরহাটে গরু বিক্রি করে ভটভটিযোগে ফেরার পথে করতোয়া সেতুর পূর্বপাশে এসআই সামিউল তাদের পথরোধ করে বিভিন্ন উদ্ভট প্রশ্ন করতে থাকেন। গরু ব্যবসার বৈধ কাগজপত্র দেখানোর পরও জোরপূর্বক গরু ব্যবসায়ী আজাদ ও ভটভটি চালক স্বপনকে আটক করে থানায় নিয়ে যান তিনি। সেখানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীর কাছে থাকা গরু বিক্রির ৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের হাজত খানায় আটকে রাখেন। রাত ৩টার দিকে ৯৩ হাজার টাকা রেখে বাকী টাকা ফেরত দেন এবং কাগজে টিপসহি নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ১৭ জানুয়ারি এ ঘটনার প্রতিকার চেয়ে আজাদ সেখ অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) বরাবর লিখিত অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।