ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক 

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবিরকে যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২২ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব ফারুক আহমেদকে গত ৩০ ডিসেম্বর গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

 

এরপর থেকেই অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আ ন আহম্মদ আলী নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) জিএম (যুগ্ম-সচিব) মো. শোহেলের রহমান চৌধুরীকে এই পদে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।