বুধবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। এ আইনের শাসন, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য নিশ্চিত করতে আপনাদের ভূমিকা ছিল অবিচল।
অনুষ্ঠানে সংবর্ধিত ১৭ আইনজীবীকে ক্রেস্ট দেওয়া হয়।
১৭ আইনজীবী হলেন-ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট আবদুর রেজাক খান, অ্যাডভোকেট ফরিদউদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহেদ আলম, অ্যাডভোকেট এস এ রহিম, অ্যাডভোকেট মো. শহীদুল হক, অ্যাডভোকেট এনায়েত হুসেইন খান, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট মো. আবদুল ওয়াদুদ, অ্যাডভোকেট লুৎফে হাবিব খান, অ্যাডভোকেট রেজা আলী, অ্যাডভোকেট সাদেক আলী, অ্যাডভোকেট এ বি এম রফিক উল্লাহ, অ্যাডভোকেট এ কে মজিবর রহমান, ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া এবং অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২,২০২০
ইএস/আরএ