বুধবার (২২ জানুয়ারি) বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা।
আটক নুর আলম (৫০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতের দিয়া এলাকার মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে।
রাতে র্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, আটক মো. নুর আলম র্যাবের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা দাবিসহ আদায় করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে র্যাব দ্বারা ধরে মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দিত সে।
এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম তার অপরাধ স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে নুর আলম জানায়, সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। র্যাবের নামে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএস/আরএ