বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল থেকেই দেখা মিলেনি সূর্যের মুখ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত কমেনি কুয়াশার পরিমাণ। কুয়াশায় ঢেকে পড়েছে পঞ্চগড়সহ জেলার আশপাশের এলাকাগুলো। ঠাণ্ডা বাতাসের সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ১ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এনটি