বাকি আসামিরা হলেন- দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও শিহানের মা শামসুন নাহার।
সোমবার (২৭ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের নয় কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এরপর তা গোপনে স্থানান্তর ও রূপান্তর করেছেন। তারা দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
ডিএন/টিএ