ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মার্কেন্টাইল কো-অপারেটিভের শীর্ষ ৩ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
মার্কেন্টাইল কো-অপারেটিভের শীর্ষ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: গ্রাহকের সোয়া ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী ও এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাকি আসামিরা হলেন- দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও শিহানের মা শামসুন নাহার।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক  মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দুদকের জনসংযোগ বিভাগ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের নয় কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এরপর তা গোপনে স্থানান্তর ও রূপান্তর করেছেন। তারা দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।