বুধবার (২৯ জানুয়ারি) বিএমপির কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, মোবাইল, টেলিফোন বা ওয়ার্লেসের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম পরিচালনা করা হচ্ছিলো। যে কন্ট্রোলরুমে প্রযুক্তিগত উন্নয়নের লক্ষে সম্প্রতি সময়ে কাজ শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
যেসব ক্যামেরা নগরের আমতলার মোড়স্থল অস্থায়ী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে কন্ট্রোল রুমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে কন্ট্রোল রুমে আলাদা আলাদা টিভি মনিটরও বসানো হয়েছে।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, নগরবাসির নিরাপত্তা, অপরাধ রোধের পাশাপাশি নিয়ন্ত্রণ ও নাগরিক সেবার মান আরও বাড়াতে এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে গোটা নগরীতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
সাবেক মেয়র আহসান হাবিব কামালের মেয়াদাকালে বরিশাল নগরের জনগুরুত্বপূর্ণ স্থানে সিটি কপোরেশনের পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছিলো। যেগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের পক্ষ থেকে চাওয়া হলেও তৎকালীন পরিষদ তা দিতে অনাগ্রহ জানায়। পরে লোকজনবল ও রক্ষনাবেক্ষণের অভাবে সেগুলোর বেশিরভাগই কিছুদিন পরে বিকল হয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/এএটি